প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩
“সবজ গ্রাম, সবুজ দেশ, এই আমাদের বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর মহিপুরে সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর উদ্যোগে খালের দুই পাড়ে দেড় হাজার তাল ও কৃঞ্চচুড়া-নয়ন চুড়া গাছের বীজ রোপণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর (বুধবার) সকাল থেকে দিনভর এই কার্যক্রম পরিচালনা করা হয়।