বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা ২০২৫ যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, হিজলা থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম, হিজলা নৌপুলিশ ফাঁড়ির সদস্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল আলম মৃধা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, হিজলা উপজেলার সকল মন্দির ও পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য সদস্যবৃন্দ। উন্মুক্ত আলোচনার শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার সকলের উদ্দেশ্যে বলেন, সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারও দূর্গাপূজা সম্পন্ন হবে বলে আসা রাখি।
হিজলায় এবছর ১৪টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রতিটি মন্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকতে হবে। নামাজের যাতে বিঘ্ন না ঘটে সে দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মন্ডপ এলাকায় জুয়ার আসর, মাদক গ্রহণ এবং উশৃঙ্খল নৃত্য মুক্ত রাখতে হবে। সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা রাখতে হবে। নারী ও শিশুরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মন্ডপ এলাকায় নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে নিজেদের অতিরিক্ত ব্যাবস্থা গ্রহন করতে হবে।
পূজা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ ও ফায়ার সার্ভিসের নাম্বার অবশ্যই নির্দিষ্ট স্থান লিখে রাখতে হবে। সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন শেষ করতে হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।