মাদারীপুরে নতুন শনাক্ত দুই, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৫শে এপ্রিল ২০২০ ০৭:৩৭ অপরাহ্ন
মাদারীপুরে নতুন শনাক্ত দুই, মৃত্যু ১

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা দাঁড়ালো ২৮-এ রয়েছে। তবে আইইডিসিআর এর দুপুরের প্রেসব্রিফিং-এ দেশে ৯ জনের মৃত্যুর কথা জানানো হয়, সেখানে মাদারীপুর জেলারও একজন রয়েছে বলে বলা হয়। তবে মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের কাছে সে বিষয়ে কোন তথ্য নেই।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। করোনা ভাইরাস শনাক্ত হওয়া দুইজন রাজৈর উপজেলার। এর মধ্যে একজন বাজিতপুর ইউনিয়নে পূর্বে আক্রান্ত তিনবছরের শিশুর মা। আর অপরজনের বাড়ি খালিয়ার সাতপাড় এলাকা। এ পর্যন্ত মোট ১৬৪১ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন এবং ১৪২৪ জনের হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৫ জন, কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রয়েছে।

আইইডিসিআর এর প্রেসব্রিফিং-এ মাদারীপুর জেলার এক মৃত্যুর ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মৃত্যু ব্যক্তির বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। সিভিল সার্জন স্যার আইইডিসিআর এ যোগাযোগ করেছেন তারা এ বিষয়ে এখনও আমাদের কোন তথ্য প্রদান করেন নাই। আমাদের কাছে মাদারীপুর জেলায় যে ২৮ জনের শনাক্তের তথ্য রয়েছে তাদের মধ্যে পূর্বে একজন মৃত্যুবরণ করেছিলেন। এছাড়া বাকি ২৭ জনের মধ্যে কেউ আজ মৃত্যুবরণ করেন নাই।

তিনি আরও জানান, শিবচরে চিকিৎসক ও তার সন্তান হোম আইসোলেশনে রয়েছন। মাদারীপুর থেকে ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত ৩৭৯ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। আজ ৫০ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৪৮ জন নেগেটিভ ও ২ জন পজেটিভ এসেছে। জেলায় সর্বমোট ৩২৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। নতুন ২ জন শনাক্ত হওয়া মাদারীপুর জেলায় মোট আক্রান্ত সংখ্যা ২৮ জন। এর মধ্যে শিবচর উপজেলার ১৭ জন ও সদর উপজেলায় ৫ জন, রাজৈর উপজেলায় ৫ জন এবং কালকিনি ১ জন।

আজও মাদারীপুর জেলা লকডাউন চলছে। দুপুর ২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা রয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশকে করোনা ভাইরাস সংক্রমন বিস্তার ঝুকিপূর্ণ ঘোষণা করায় সন্ধ্যায় ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ রয়েছে।

মাদারীপুর প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগসহ করোনা প্রতিরোধ কমিটি সচেষ্ট রয়েছে মাদারীপুরের করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী শহরসহ গ্রামেও মানুষকে ঘরে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও মাদারীপুর জেলায় লকডাউন কার্যকর হওয়ায় প্রশাসন আরও কঠোর অবস্থানে রয়েছে। কাউকে বিনাপ্রয়োজনে ঘর থেকে বের না হতে প্রশাসন অনুরোধ

ইনিউজ ৭১/টি.টি. রাকিব