র‍্যাবে করোনার থাবা, এক ব্যাটালিয়নের আক্রান্ত ২৭।

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ২৯শে এপ্রিল ২০২০ ০২:১২ পূর্বাহ্ন
র‍্যাবে করোনার থাবা, এক ব্যাটালিয়নের আক্রান্ত ২৭।

দিনে দিনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা যেন পাল্লা দিয়ে বাড়ছে। সাধারণ মানুষ যেমন এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তেমনি করোনাযুদ্ধে যারা সামনে থেকে লড়ছেন তাঁদের ভেতরেও এই সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নেই (র‍্যাব-১১) চার কর্মকর্তাসহ মোট ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

র‍্যাব-১১-তে প্রায় ৩০০ সদস্য আছেন। এদের মধ্যে বিমান বাহিনীর একজন স্কোয়াড্রন লিডার, একজন এডিশনার পুলিশ সুপার (এসপি) এবং দুজন সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ মোট ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁরা সবাই চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া করোনা সন্দেহে আরো ১০ থেকে ১২ জন আছেন কোয়ারেন্টিনে। 

আজ মঙ্গলবার পুলিশের এই এলিট ফোর্সের সদর দপ্তর ও র‍্যাব-১১ থেকে এসব তথ্য জানা গেছে। তাঁরা আশঙ্কা করছেন, আক্রান্তের এই সংখ্যা ধীরে ধীরে আরো বাড়বে। তবে তাঁরা মনোবল হারাচ্ছেন না। কাজ করে যাচ্ছেন দেশের হয়ে।

এ ব্যাপারে জানতে চাইলে র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, ‘আমাদের অনেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সংখ্যাটি ২০ থেকে ৩০ এর মধ্যে রয়েছে। প্রায় ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর ভেতরে প্রায় ৫০ ভাগের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।’

আলেপ উদ্দিন আরো বলেন, ‘আক্রান্তের এই সংখ্যা ধীরে ধীরে আরো বাড়বে। র‍্যাব-১১-তে কর্মরত সব সদস্যকে করোনা পরীক্ষা করানো হবে। পরীক্ষা করা হলে এই সংখ্যা বাড়বে বলে আমরা ধারণা করছি। তবে আক্রান্ত সবার অবস্থা এখনো পর্যন্ত ভালো। আশা করছি, সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ 

জানতে চাইলে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের অতিরিক্ত পরিচালক রইসুল ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জের বাইরে র‍্যাবের অন্য সব ইউনিট মিলে একজনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। নারায়ণগঞ্জে বেশি আক্রান্ত হয়েছে। তবে সরকার করোনাযুদ্ধে মাঠে থেকে কাজ করার জন্য আমাদেরকে প্রয়োজনীয় সব ধরনের সুরক্ষা সামগ্রী দিচ্ছেন। আক্রান্ত হলে প্রণোদনা দেওয়ারও ঘোষণা দিযেছেন। আমরা আতঙ্কিত হচ্ছি না। দেশের জন্য কাজ করে যাচ্ছি। আগামীতেও আমরা সবাই মিলে কাজ করে যাব দেশের হয়ে।'