করোনায় গাজীপুরে এ পর্যন্ত আক্রান্ত ৩৪৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১০ই মে ২০২০ ১০:৪১ পূর্বাহ্ন
করোনায় গাজীপুরে এ পর্যন্ত আক্রান্ত ৩৪৯

গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৩৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় নতুন করে ১০ জন আক্রান্ত হয়েছেন।রবিবার সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। তবে কত তারিখে ঢাকায় পাঠানো নমুনার ফলাফল এটি তা উল্লেখ নেই। 

এতে দেখা যায়, গাজীপুর জেলায় করোনা পজিটিভদের মধ্যে সবচেয়ে বেশি ১২৯ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা। জেলায় করোনা পজিটিভ হওয়ার সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলায় ৯১ জন। জানা গেছে, জেলার গাজীপুর সদর উপজেলায় ১০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। 

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১২৯ জন, কালীগঞ্জ উপজেলায় ৯১ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৫ জন এবং শ্রীপুর উপজেলায় ২৪ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৪০৭৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন পাঠানো হয়েছিল ১০৯ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। 

ইনিউজ ৭১/ জি.হা