জামালপুরে এসিল্যান্ডসহ নতুন আক্রান্ত ৭, মোট ৭৪
জামালপুরে একজন এসিল্যান্ড, ৫ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজের নমুনা পরীক্ষায় সদর উপজেলার ৩,ইসলামপুরে ৩ ও দেওয়ানগঞ্জে ১ জনের করোনা সংক্রামণের বিষয়টি নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪।এদের মধ্যে ১০ চিকিৎসকসহ ৩৪ জনই স্বাস্থ্যকর্মী।
জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তরা হলেন- সদর উপজেলার এসিল্যান্ড (সহকারী কমিশনার, ভূমি), সিভিল সার্জন অফিস ও হাসপাতালের প্রশাসনিক ভবনের ২ অফিস সহায়ক।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৫ বছর বয়সী হিসাব রক্ষক, ৫০ বছর বয়সী এম্বুলেন্স ড্রাইভার ও কাসারিপাড়া এলাকার ৩৮ বছর বয়সী নারায়নগঞ্জ ফেরত এক রিকশাচালক এবং দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়ুর্বেদী চিকিৎসক সহকারী।
এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪। এদেরমধ্যে ১০ চিকিৎসকসহ ৩০ সরকারি স্বাস্থ্যকর্মী এবং ৪ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী রয়েছেন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।