সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একই পরিবারের ১৩ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। এরই মাঝে তাদের আইসোলেট করার পাশাপাশি আশপাশের ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে।শনিবার (১৬ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার ওসমানী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য। এ নিয়ে এ উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। পুরো জেলায় শনাক্তের সংখ্যা ১৩৪।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার ওসমানীতে ৯৪টি নমুনা পরীক্ষা করা হলে ১৮ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে ১ পুলিশ সদস্য, ৩ স্বাস্থ্যকর্মীও আছেন। এছাড়া শনাক্তদের মধ্যে রয়েছেন একই পরিবারের ১৩ সদস্য। এর আগে একই পরিবারে এতো বেশি সংখ্যক আক্রান্ত পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটের প্রথম করোনা আক্রান্ত রোগী ডা. মঈন উদ্দিনসহ ৬ জন মারা গেছেন। সুস্থ হয়ে ফিরেছেন ৬৯ জন। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৩৪ জন, সুনামগঞ্জে ৬৮, হবিগঞ্জে ১১৮ ও মৌলভীবাজারের ৫৭ জন রয়েছেন।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।