নেত্রকোণায় নতুন করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকৎসক মতিউর রহমান, নাজমুল আহমেদ, পূর্বধলা উপজেলা নির্বাহী কার্যালয়, প্রকল্প বাস্তবায়ন ও প্রাণিসম্পদ কার্যালয়ের ৬ জন কর্মকর্তা, কর্মচারি, নেত্রকোণা শহরের বেসরকারি হাসপাতাল পপুলার নার্সিং হোমের চারজন স্বাস্থ্যকর্মী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কার্যালয়ের অফিস সহায়ক রয়েছেন।
সিভিল সার্জন তাজুল ইসলাম বুধবার রাত ১১টার দিকে প্রাপ্ত নমুনার ফলাফল জানিয়ে বলেন, আক্রান্তদের মধ্যে নেত্রকোণা সদরে ৩০জন, পূর্বধলায় ৮জন, দুর্গাপুরে ২জন, আটপাড়া ও মোহনগঞ্জে ১ জন করে মোট ৪৪জন রয়েছেন।তিনি জানান,
গতকাল ময়মনসিংহ ল্যাব থেকে ২১২টি, আইসিডিডিআর'বি থেকে ৫৮টি ও আইপিএইচ থেকে ৯১টি এবং পূর্বের স্থগিত ৪৬টি মিলিয়ে সর্বমোট প্রাপ্ত ৪০৭টির মধ্যে নতুন ৪৪জন শনাক্ত হন। আজ পর্যন্ত পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা ২৭১১টি। বিপরীতে ২৫৫১টির রিপোর্ট পাওয়া গেছে। এ নাগাদ জেলায় শনাক্তকৃত সর্বমোট ১৬৮জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭জন। মারা গেছেন ২জন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।