পটিয়ায় উপজেলায় একদিনে শনাক্ত ৫২

নিজস্ব প্রতিবেদক
এরফান হোছাইন. জেলা প্রতিনিধি (কক্সবাজার)
প্রকাশিত: বুধবার ৩রা জুন ২০২০ ০২:০১ পূর্বাহ্ন
পটিয়ায় উপজেলায় একদিনে শনাক্ত ৫২

একদিনেই করোনা ৫২ জন রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলায় । এনিয়ে জনমনে ছড়িয়ে পড়েছে উদ্বেগ, আতঙ্ক।

সূত্র জানায়, সোমবার পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাদের মধ্যে ৫২ জনের ফলাফল পজিটিভ এসেছে। ঈদে দেশের বিভিন্নস্থানে কর্মরতরা বাড়িতে এসেছিলেন। তাদের মাধ্যমে করোনার বিস্তার ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনোলজিষ্ট রবিউল হোসেন বলেন, ‘রোগী আসলেই আমরা নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠিয়ে দিচ্ছি। তবে পটিয়ায় রোগী বেড়ে যাওয়ায আমরা বেশ চাপের মধ্যে আছি।’

পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, ‘পটিয়া দক্ষিণ চট্রগ্রামের প্রাণকেন্দ্র। এখানে অন্যান্য উপজেলার লোকজনের যাতায়াত রয়েছে। সব মিলিয়ে রোগী বাড়ছে। আমাদের অনেক সতর্ক হতে হবে।’