যবিপ্রবির ল্যাবে নতুন করে ৩৮ জনের কোভিড-১৯ পজিটিভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২২শে জুন ২০২০ ০২:০৪ অপরাহ্ন
যবিপ্রবির ল্যাবে নতুন করে ৩৮ জনের কোভিড-১৯ পজিটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নতুন করে ২১৫ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজিটিভ এবং ১৭৭ জনের নেগেটিভ ফলাফল এসেছে। সোমবার (২২ জুন)  ল্যাবের এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার এ তথ্য নিশ্চিত করেন।

ল্যাব সূত্রে জানা যায়, প্রকাশিত ফলাফলের মধ্যে যশোরের ৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের পজিটিভ, নড়াইলের ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন, ঝিনাইদহের ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন, বাগেরহাটের ৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন ও সাতক্ষীরার ৪০ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

এছাড়া মাগুরার ৮ জনের নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে। যাদের নমুনা সংগ্রহ করে এ ফলাফল প্রকাশ করা হয়েছে তাদের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের মাধ্যমে জানা যাবে বলে যবিপ্রবি ল্যাব কর্তৃপক্ষ জানান।