প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ডাক এসেছিল তাসকিন আহমেদের। সব কিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা খেলেই ধরার কথা ছিল ভারতের বিমান।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পেসার মার্ক উডের ইনজুরিতে তাসকিনকে ডাকা হয়েছিল। তবে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনুমতি দেওয়া হয়নি তাসকিনকে। অথচ আইপিএল হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটারদের স্বপ্নের মঞ্চ। সেসব বিসর্জন দিয়ে দেশের জন্য লড়েছেন তাসকিন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোটা সিরিজেই দুর্দান্ত ছিলেন এই টাইগার পেসার। প্রথম ম্যাচে ৩৬ রান খরচায় ৩ উইকেট, দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও তৃতীয় ম্যাচে এসে ৫ উইকেট নিয়ে নেন ৩৫ রান দিয়ে।
তাসকিনের এমম পারফরম্যান্স দলকে এনে দিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে প্রথমবার সিরিজ জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশি বোলার হিসেবে ৫ উইকেট উইকেট নেওয়া ও প্রথমবার টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়া।
৫ উইকেট নেওয়ার পর তাসকিন
সিরিজ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে হাজির হন তাসকিন আহমেদ। সদা হাস্যোজ্জ্বল চেহারায় তাসকিনের চেহারায় লেশমাত্র আপসোসও ছিল না আইপিএল নিয়ে।আইপিএল নিয়ে করা প্রশ্নে তামিম ইকবালের উত্তরে তাসকিন হয়তো বড় অনুপ্রেরণাই পাবেন।
তামিম বলেন, ‘দেশের হয়ে খেলার চেয়ে অনুপ্রেরণার কিছু আর হতে পারে না। আমি জানি, তাসকিন দারুণ একটা সুযোগ পেয়েছিল আইপিএল খেলার। ও তরুণ, আসলে কাজটা কঠিন (আইপিএল উপেক্ষা করা)। আপনি এ রকম সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। কিন্তু সে এখন ঠিক আছে। সে খুশি যে দেশের হয়ে খেলছে এবং ভালো করছে।’
এক দিনে দুটি ট্রফি। একটি ম্যাচ সেরার, আরেকটি সিরিজ সেরার। তামিম মনে করেন, তাসকিনের এই দুটি ট্রফি ওর জন্য আইপিএলের থেকেও বড় কিছু।‘যখন সে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের দুটি ট্রফি পেল, পুরস্কার বিতরণীতে ওকে বলেছিলাম, ‘দিস ইজ ইওর আইপিএল। এটা আইপিএলের চেয়ে বড়।’ সে আমার সঙ্গে একমত হয়েছে এবং খুশি আছে।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।