হারটা একটুও লজ্জাজনক নয়: সাকিব

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার ৯ই সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৫ অপরাহ্ন
হারটা একটুও লজ্জাজনক নয়: সাকিব

টেস্ট ক্রিকেটে নবীন আফগানিস্তানের বিপক্ষে প্রথম সাক্ষাতেই হেরে গেছে বাংলাদেশ। সেটিও আবার ঘরের মাঠে। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টের শেষ দিনে ২২৪ রানের পরাজয় বরণ করতে হয় টাইগারদের। দিন জুড়ে বৃষ্টি বাগড়ার পরও স্মরণীয় এক জয় তুলে নেয় রশিদ খানের দল। আফগানিস্তানের বিপক্ষে এই হারকে লজ্জার বলেই আখ্যা দিচ্ছেন সবাই। তবে বাংলাদেশ অধিনায়ক মোটেই এই হারকে লজ্জার বলতে চান না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এক প্রশ্নের উত্তরে এভাবে বললেন, ‘একটুও লজ্জাজনক বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ কষ্টদায়ক অবশ্যই। লজ্জাজনক না।’

এই টেস্টের আগে বাংলাদেশ সর্বশেষ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। সেই সিরিজে ছিলেন না সাকিব। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে যখন ফিরলেন, তখনই এই হার। তবে কি আকাশ থেকে মাটিতে দাঁড়ালেন ‘নক্ষত্র’ সাকিব? এমন প্রশ্নও হলো সংবাদ সম্মেলনে। সাকিব উত্তরে বললেন, ‘বিশ্বকাপে ভালো করার পর না আমি মনে করেছি আকাশে ছিলাম, না এই ম্যাচ খারাপ করার পর আমি মনে করি মাটির তলে চলে গেছি। আমি যেখানে ছিলাম সেখানেই আছি। এখন এটা কে কীভাবে নেবে, কীভাবে চিন্তা করবে এটা তাদের ব্যাপার।’

একটা ম্যাচ খারাপ যাওয়াকে খুব স্বাভাবিক হিসেবেই দেখেন সাকিব, ‘সব সময় যেটা আমি বলেছি যে, চেষ্টা থাকে কীভাবে ভালো করতে পারি। সব সময় কন্ট্রিবিউট করতে পারব না এটা খুবই স্বাভাবিক। একটা ম্যাচ যেতেই (খারাপ) পারে।’ আগের দিন সংবাদ সম্মেলনে বেশ মজা করেছিলেন সাকিব। এদিনও মজার সুরে বললেন, ‘আর যদি ওরকমই হয় (সব ম্যাচে পারফর্ম করা) তাহলে দেখা যাচ্ছে ম্যাচ ফি বেশি আমাদেরই দেওয়া উচিত। সব সময় এরাই খেলবে, তাহলে কিছু খেলোয়াড়ের ম্যাচ ফি বেশি হওয়া উচিত আমার কাছে মনে হয়।’ এমন হারের কারণ হিসেবে অবশ্য নিজেদের ব্যর্থতাকেই দায়ী করেছেন সাকিব। কৃতিত্ব দিয়েছেন আফগানিস্তানকে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব