প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৮
অনলাইন প্রফেশনাল ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-২) এ ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিবন্ধন করেছে রেডিও বিটজ। ফ্র্যাঞ্চাইজি দলের নাম রেডিও বিটজ টাইগার্স ও দলের স্লোগান ‘Roar with the Tigers’। রেডিও বিটজ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক অনলাইন রেডিও স্টেশন। এটি বিটজ মিডিয়ার একটি শাখা প্রতিষ্ঠান। কিছুদিন আগে সম্পন্ন হওয়া নিলামে রেডিও বিটজ টাইগার্স ১৩ জন অনলাইন প্রফেশনাল ক্রিকেটার কিনেছে। দলের অধিনায়কত্ব প্রদান করা হয়েছে প্রধান উইকেট কিপার ও ব্যাটসম্যান এনায়েত হোসেন রাজীবকে।
দলের অন্যান্য ক্রিকেটাররা হলেন মোহাম্মাদ আসিফ, সায়মন চৌধুরী, একরামুল কবির, প্রদ্যোত বরণ চৌধুরী, সুজন পার, নাজমুল হক, আরেফিন নেওয়াজ, মাসুদুর রশিদ, সজিবুল ইসলাম, সানা উল্লাহ, আহমেদ মুকুল এবং আরিফ। রেডিও বিটজ টাইগার্সের সব আপডেট পাওয়া যাবে দলের অফিসিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/rbtigersbd)
ইনিউজ ৭১/টি.টি. রাকিব