প্রকাশ: ২ আগস্ট ২০২৫, ১৫:১০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
আগামী ৫ আগস্ট, ২০২৫, বিকাল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে।
তিনি আরও জানান, “আগামী মঙ্গলবার, ৫ আগস্ট বিকাল ৫টায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে, যেখানে গণঅভ্যুত্থানের সব পক্ষ উপস্থিত থাকবে। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানানো হবে।”
এর আগে, একই দিন সকালে অনুষ্ঠিত পুনর্জাগরণ র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যেই প্রকাশিত হবে।” তিনি জানান, ঘোষণাপত্রে তারিখ নির্ধারণের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আজই হয়তো দিনক্ষণ জানানো হতে পারে।
ঘোষণাপত্রে গণঅভ্যুত্থানকারীদের ভূমিকার একটি দালিলিক স্বীকৃতি থাকবে বলেও জানিয়েছেন তিনি। মাহফুজ আলম বলেন, “আমরা কোন ঐতিহাসিক প্রেক্ষাপট ও আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে অংশ নিয়েছি, তা এই দলিলে উঠে আসবে।”
এই ঘোষণার আগে গত শুক্রবার দিবাগত রাতে দুই উপদেষ্টা—তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া—ফেসবুক পোস্টে ঘোষণাপত্র প্রকাশের আভাস দিয়েছিলেন।
মাহফুজ আলম তার পোস্টে লিখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই এটি প্রকাশিত হবে।” অন্যদিকে সজীব ভুঁইয়া সংক্ষিপ্তভাবে লেখেন, “জুলাই ঘোষণাপত্র আসছে…”
উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। যার মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ। এই প্রেক্ষাপটে, জুলাই ঘোষণাপত্রকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে দেখা হচ্ছে।