বরিশালে কোস্টগার্ডের অভিযানে ১৩ লক্ষাধিক গলদা রেণু জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ৪ঠা জুন ২০২১ ১০:২৮ পূর্বাহ্ন
বরিশালে কোস্টগার্ডের অভিযানে ১৩ লক্ষাধিক গলদা রেণু জব্দ

বরিশালে ১৩ লক্ষাধিক গলদা রেনু জব্দ করেছে কোস্টগার্ড। গত বৃহস্পতিবার রাতে হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে অভিযান চালিয়ে রেনু জব্দ করা হয়। এ সময় রেনু পাচার কাজে ব্যবহৃত একটি নৌকা আটক করে কোস্টগার্ড।



শুক্রবার (০৪ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।    


 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


 

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল আলীম ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে জব্দকৃত রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত এবং নৌকাটি মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।


 

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরণের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।