বরিশালে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি আটক, গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ০৫:৪৬ অপরাহ্ন
বরিশালে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি আটক, গাঁজা উদ্ধার

বরিশালে থানা পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  


শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।


শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার বিশেষ অভিযানিক দল বাবুগঞ্জের চাঁদপাশার বটতলা বাজারে অভিযান চালায়। অভিযানে চাঁদপাশা ইউনিয়নের উত্তর রফিয়াদি এলাকার মোঃ জহিরুল হক ওরফে মিন্টু হাওলাদার (৩৬) এক কেজি গাজাঁসহ আটক করা হয়।


এর আগে বৃহস্পতিবার রাতে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানাধীন স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদমারি এলাকায় অভিযান চালিয়ে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার মোঃ মিরাজ হোসেন (৩৮) ও মোঃ আরিফুল ইসলাম সুজন (৩৮) কে দুই কেজি গাজাঁসহ আটক করা হয়।


এছাড়া অপর এক অভিযানে বন্দর থানার বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের সাহেবের হাট এলাকায় অভিযান চালায়। অভিযানে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া এলাকার মোঃ কামরুল ইসলাম (৪০) কে দুই কেজি গাজাঁসহ আটক করা হয়।


আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।