প্রকাশ: ৪ আগস্ট ২০২৫, ১১:৫
কোনো ট্যাগ পাওয়া যায়নি
টাঙ্গাইল জেলার সখিপুরে স্ত্রীকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে পলাতক ঘাতক স্বামী মেহেদী হাসান (৪০) কে হত্যাকাণ্ডের মাত্র ১০ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের বিশেষ আভিযানিক দল।
শনিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে র্যাব-১৪ এর টাঙ্গাইল ক্যাম্পের কাছে সংবাদ আসে যে, সখিপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ইসারদিঘী গ্রামে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি তার স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।
সংবাদ পাওয়ার পরপরই র্যাবের একটি গোয়েন্দা দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। তবে অভিযুক্ত মেহেদী হাসান ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতকের অবস্থান শনাক্ত করে র্যাব-১৪ এর একটি চৌকস দল। কোম্পানি কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধনের নেতৃত্বে রাতে আনুমানিক ৮টা ২০ মিনিটে গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।
স্থানীয়দের ভাষ্য ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত কাকলি ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালে ঘাতক স্বামী বাসার ফ্রিজ বিক্রি করতে চাইলে স্ত্রী কাকলি আপত্তি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেহেদী হাসান ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পিঠে আঘাত করে। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে কাকলি মারা যান।
এ ঘটনায় নিহতের সৎ ভাই বাদল মিয়া বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি রুজু হয়েছে ০৬ নম্বর হিসেবে, তারিখ ৩ আগস্ট ২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী।
গ্রেফতারের পর মেহেদী হাসানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।