হিজলায় যৌথ অভিযানে গলদা চিংড়ির রেণু পোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: বুধবার ১৫ই মে ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ন
হিজলায় যৌথ অভিযানে গলদা চিংড়ির রেণু পোনা জব্দ

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মঙ্গলবার ১৪ মে সন্ধ্যায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশ এর যৌথ অভিযানে গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। 


অভিযানের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, অভিযানে ৩ টি ট্রলার থেকে ৩ লাখ রেনু পোনা, ২২ টি রেনু পোনা ধরার অবৈধ জাল, ৬ কেজি পাঙ্গাশের পোনামাছ ও রেনু পোনা ধরার সরঞ্জাম ৯ টি পাতিল, ৪টি ড্রাম‌ ও ১ ড্রাম রাসায়নিক তরল পদার্থ জব্দ করা হয়েছে।  জব্দকৃত ৩ লাখ গলদা রেনু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে ।


এছাড়াও অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৪ জন কে আটক করা হয়েছে। আটকৃতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ জাল ও রাসায়নিক তরল পদার্থ পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দ করা মাছ কাশেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান,পাতিলসহ অন্যান্য সরঞ্জাম নিলামে বিক্রি করা হবে।