সরকারি খরচে প্রশিক্ষণের সুযোগ, থাকছে মাসিক ভাতাও

নিজস্ব প্রতিবেদক
জিহাদ হায়দার , ক্রীড়া প্রতিবেদক ইনিউজ৭১
প্রকাশিত: মঙ্গলবার ২২শে মার্চ ২০২২ ১২:৩২ অপরাহ্ন
সরকারি খরচে প্রশিক্ষণের সুযোগ, থাকছে মাসিক ভাতাও

সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক পরিচালিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত কারিকুলাম অনুযায়ী ‘মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র’ নরসিংহপুর, জিরাবাে, সাভার। প্রতিষ্ঠানটি তাদের ৩৫ তম ব্যাচে (এপ্রিল-জুন/২০২২ সেশনে) প্রশিক্ষণার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করেছে।


বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বৎসর।

প্রার্থীর ধরন: শুধুমাত্র নারী


১. কোর্সের নাম: বেসিক কম্পিউটার (কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন)

শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ/ তদূর্ধ্ব

মেয়াদকাল: ০৩ মাস।

আসন সংখ্যা: ২০ জন।


২. কোর্সের নাম: পেস্ট্রি অ্যান্ড বেকারী প্রােডাকশন

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ/ তদূর্ধ্ব

মেয়াদকাল: ০৩ মাস

আসন সংখ্যা: ১৫ জন।


৩. কোর্সের নাম: মাশরুম চাষ ও জৈব চাষাবাদ

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ/ তদূর্ধ্ব

প্রশিক্ষণের মেয়াদ: ০৩ মাস

আসন সংখ্যা: ১০ জন।


৪. কোর্সের নাম: ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ/ তদূর্ধ্ব

প্রশিক্ষণের মেয়াদ: ০৩ মাস

আসন সংখ্যা: ১৫ জন।


প্রশিক্ষণার্থীদের জন্য যেসব সুযােগ-সুবিধা রয়েছে:

১.  নিরাপত্তা সহকারে সম্পূর্ণ বিনা/সরকারি খরচে প্রশিক্ষণার্থীদের আবাসিকভাবে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে।

২. প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা হিসেবে ৩০০/- (তিন শত) টাকা প্রদান করা হবে।

৩. উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপানে যাওয়ার সুযােগসহ শিক্ষা সফরের ব্যবস্থা রয়েছে।


ভর্তির নিয়মাবলী:

আগ্রহী প্রার্থীরা সাদা কাগজে আবেদনপত্র লিখে ডাকযোগে, কুরিয়ার সার্ভিস অথবা ইমেইল করতে পারেন। 


আবেদনের ঠিকানা: দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, নরসিংহপুর (গ্যারেজ), জিরাবাে সাভার, ঢাকা। অথবা [email protected] এই ঠিকানায় ইমেইল করা যাবে।


সরাসরি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৩ এপ্রিল ২০২২ তারিখ সকাল ১০টার পূর্বে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।