একাডেমিক আধুনিকায়নে মাস্টার প্ল্যানে রাবি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৩০শে আগস্ট ২০১৯ ০৮:১৩ অপরাহ্ন
একাডেমিক আধুনিকায়নে মাস্টার প্ল্যানে রাবি প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর ও গ্রন্থাগারকে মাস্টার প্ল্যানের আওতায় এনে আধুনিকায়ন করা হবে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক গবেষকদের নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার ও বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া। 

এসময় শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের অসুবিধা সমূহ ও মাস্টার প্ল্যান সম্পর্কে মতামতগুলো লিপিবদ্ধ করে নেওয়া হয়। একাডেমিক মাস্টার প্ল্যান সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়ন ও আধুনিকয়তা করার লক্ষ্যে এই মাস্টার প্ল্যান হাতে নিয়েছে প্রশাসন। এর মধ্যে কেন্দ্রীয় গ্রন্থাগারে এসি লাগানো, সকল পুস্তক ডিজিটাল, লেখাপড়ার মানসম্মত পরিবেশ, গবেষণা পুস্তক ডিজিটাল, ইউনিট ভিত্তিক বই ক্যাটালগিং, ডিজিটাল ক্যাটালগ, অনলাইন ভিত্তিক পড়াশোনা, গবেষণার মান বাড়ানো, উন্নতমানের চেয়ার টেবিল, কম্পিউটার ল্যাবের আধুনিকরণ।

এ বিষয়ে অধ্যাপক জাকারিয়া বলেন, ‘শিক্ষার্থীদের গ্রন্থাগারমুখী করা ছাড়া বিভিন্ন বিষয়ে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত ও আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা এই একাডেমিক মাস্টার প্ল্যান হাতে নিয়েছি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব