রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলা বিভাগকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে অর্থনীতি বিভাগ। শনিবার বেলা তিন টায় শুরু হয় বাংলা বিভাগ বনাম অর্থনীতির বিভাগের হাই ভোল্টেজ ম্যাচ।
খেলার প্রথমার্ধ ২-২ গোলে শেষ হয়। বিরতির পর খেলা শুরু হলে অর্থনীতি বিভাগের মুহুর্মুহু আক্রমণের ফলে বিপাকে পড়ে বাংলা বিভাগ। খেলার প্রায় ২০ মিনিট বাকী থাকতে আত্মঘাতী এক গোলে এগিয়ে যায় অর্থনীতি বিভাগ।
পরে আর খেলায় ফিরতে পারিনি বাংলা বিভাগ। ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অর্থনীতি বিভাগ। ফাইনালে অর্থনীতি বিভাগ মুখোমুখি হয়ে দর্শন বিভাগের সাথে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।