জবি‌তে 'জেবুননেসা ট্রাস্ট ফান্ড'র চুক্তি স্বাক্ষর অনু‌ষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
হাফিজ মাছুম আহমদ দুধরচকী- বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ
প্রকাশিত: সোমবার ২৫শে নভেম্বর ২০১৯ ০৭:৫৫ অপরাহ্ন
জবি‌তে 'জেবুননেসা  ট্রাস্ট ফান্ড'র চুক্তি স্বাক্ষর অনু‌ষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জ‌বি) ইতিহাস বিভাগের উদ্যোগে অধ্যাপক মঞ্জুমা হক তাঁর মায়ের নামে “জেবুননেসা ট্রাস্ট” চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপাচার্য মহোদয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়ে‌ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

সোমবার সকাল ১১:০০টায় ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোছাঃ খোদেজা খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক মঞ্জুমা হক। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ এবং দাতা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করার জন্য তিনি এককালীন ৫(পাঁচ) লক্ষ টাকা দান করেন। এই ফান্ড থেকে ইতিহাস বিভাগের দরিদ্র ও মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব