ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটার(বিথি) প্রযোজিত তরুণ নাট্যকার শাহরিয়ার সোহাগ রচিত পথনাটক ‘শেফালীর মা’ প্রদর্শিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় ক্যাম্পাসের ডায়ানা চত্বরে মুক্তিযুদ্ধের পটভূমি রচিত পথনাটকটি অনুষ্ঠিত হয়।
পথনাটকটির নির্দেশনায় ছিলেন নিশাত উর্মির। এ ছাড়া নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শারমিন সুমি, কুলসুম, অনি আতিকুর রহমান, পিয়াস, মুঈদ, লাবণ্য, জয়, মোসাদ্দেক, সুজন, বিন্দু, রিফাত প্রমুখ।
'শেফালীর মা' পথনাটকটিতে মুক্তিযুদ্ধের সময় পাক-হানাদার বাহিনী, রাজাকার, আল-বদরদের বর্বরতা এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশেও তাদের নির্মমতার দৃশ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধে অংগ্রহণকারী বীরাঙ্গনাদের করুণ আর্তনাদ দৃশ্যমান হয়েছে নাটকটিতে। পথনাটকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের অর্থ সম্পাদক অনি আতিকুর রহমান।
এ সময় উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের উপদেষ্টা ও আইন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, থিয়েটারের সাধারণ সম্পাদক আশিক বনি ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।