‘জওয়ান’কে টেক্কা দেবে ‘সুজন মাঝি’!

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ৮ই সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩১ অপরাহ্ন
‘জওয়ান’কে টেক্কা দেবে ‘সুজন মাঝি’!

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সীমিত পরিসরে বাংলাদেশে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘জওয়ান’। শুক্রবার (৮ সেপ্টেম্বর) থেকে দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। একই দিনে মুক্তি পেয়েছে ফেরদৌস অভিনীত ঢাকাই সিনেমা ‘সুজন মাঝি’।


জানা যায়, দেশের ১৯টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘সুজন মাঝি’। এর সঙ্গে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘দুঃসাহসী খোকা’ এবং দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ‘জাওয়ান’ বাংলাদেশে মুক্তির কারণে সরে যায় বাকি দুটো সিনেমা। যার কারণে প্রেক্ষাগৃহে এখন মুখোমুখি শাহরুখ-ফেরদৌস।


‘সুজন মাঝি’ পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন— ‘এটা একটা গ্রামের গল্প। আমি মনে করি, গ্রামের সিনেমাই মানুষ বেশি দেখে। এর প্রমাণও অতীতে দেখা গেছে। আশা করছি, সিনেমাটি বাংলাদেশের সবার ভালো লাগবে। এটা মানুষের পছন্দের জন্য বানিয়েছি, কোনো পুরস্কারের জন্য নয়।’


‘সুজন মাঝি’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন নিপুণ। তার মতে, ‘‘এই গল্প নৌকার কথা বলবে, গ্রামের কথা বলবে। আমার, আপনার জীবনের কথা বলবে। নতুন প্রজন্ম এই সিনেমা দেখে অনেক কিছু জানতে পারবে, আমাদের দেশটা কেমন। ‘জাওয়ান’ মুক্তি পেলেও যারা ‘সুজন মাঝি’ দেখার, তারা ঠিকই দেখবেন।’’  


‘সুজন মাঝি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন ফেরদৌস ও নিপুণ। তা ছাড়াও অভিনয় করেছেন— রাতুল, তিথি, গাঙ্গুয়া, সেলিম, শিউলি আক্তার প্রমুখ।