সংগীতশিল্পী খালিদ হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে মে ২০১৯ ১১:২৮ পূর্বাহ্ন
সংগীতশিল্পী খালিদ হোসেন আর নেই

বরেণ্য নজরুলসংগীত শিল্পী খালিদ হোসেন আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার (২২ মে) রাত ১০টা ২২ মিনিটে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। খবরটি নিশ্চিত করেছেন খালিদ হোসেনের ছেলে আসিফ ও ছাত্র পরদেশী সিদ্দিক। পরদেশী সিদ্দিক জানান, খালিদ হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার দাফনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। যদিও পরদেশী সিদ্দিক জানান, খালিদ হোসেন কয়েক দিন আগে বলে গেছেন মৃত্যুর পর যেন তাকে কুষ্টিয়ার কোটপাড়ায় মায়ের পাশে সমাহিত করা হয়।

খালিদ হোসেনের জন্ম ১৯৪০ সালে ৪ ডিসেম্বর কুষ্টিয়ায়। তিনি শুধু গায়কই ছিলেন না, ছিলেন নজরুল গবেষকও। নজরুলের ইসলামী গান গাওয়ার জন্য ছিলেন সুপ্রসিদ্ধও। তার ছয়টি নজরুলগীতির অ্যালবাম এবং ১২টি ইসলামী গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। সংগীতে অবদানের জন্য বরেণ্য এই শিল্পী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।

ইনিউজ ৭১/এম.আ