ক্ষমা চাইলেন ‘তামাশা’ নিয়ে নোবেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১২ই জুন ২০২০ ১০:৫২ পূর্বাহ্ন
ক্ষমা চাইলেন ‘তামাশা’ নিয়ে নোবেল

‘তামাশা’ গানের প্রচার রতে গিয়ে নানা রকম সমালোচনার জন্ম দেন ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামা’ থেকে উঠে আসা নোবেল। আর এতেই তার উপর ক্ষুব্ধ হয় সবাই। ইউটিউবে নোবেলের গান প্রকাশ হওয়ার পর লাইকের পরিবর্তে ডিসলাইকের বন্যায় ভেসে যায়। চলতে থাকে বিরূপ মন্তব্য।এ নিয়ে নোবেল তার ফেসবুকে ক্ষমা চেয়ে একটি পোস্ট দিয়েছেন। পোস্টটি তুলে ধরা হলো- আমি মেনে নিচ্ছি আমার গানের প্রচারের পন্থা ভুল ছিল। এত মানুষ যাতে ক্ষুব্ধ হয়েছে তা কখনও সঠিক হতে পারে না।

এ কারণে আমার গানের উপর ইতিবাচক প্রভাব না পড়ে বরং তা নেতিবাচক হয়েছে। আমার ভক্তদের নানান ধরণের কথা শুনতে হয়েছে। এমনটা আমার দ্বারা আর কখনো হবেনা।তবে আমি অকারণে ব্যক্তিগতভাবে কারও ক্ষতি করিনি বা করার চেষ্টা করিনি। আমাকে গালি দিয়ে যদি আপনার দিনটি সুন্দর হয়, তা আপনি দিতে পারেন।

তবে প্লিজ, ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ না করার অনুরোধ রইল। দেশে আইন প্রশাসন আছে। আর ব্যক্তি নীতির কথা না হয় না বললাম।সবশেষে শুধু বলব, আমি ক্ষমাপ্রার্থী আমার সকল তামাশার জন্য। আমি ক্ষমাপ্রার্থী তামাশা গানটি আপনাদের মন জয়ে ব্যার্থ হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।