গত ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে খেলেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। তার ঠিক আট বছর পর কাতারে এসেও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছেন তিনি। মরুর বুকে বিশ্ব আসরের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে লে আলবিসেলেস্তেরা। পেনাল্টি থেকে গোল করে ও সতীর্থ জুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করিয়ে ম্যাচে বড় অবদানই রেখেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল নিশ্চিত হওয়ার পর লিওনেল মেসি তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। যেখানে তিনি জানালেন, আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে। তাই এখন সময় উপভোগ করার।মেসি বলেন, ‘আর্জেন্টিনা আরও একবার বিশ্বকাপ ফাইনালে, উপভোগ করুন। আমার মনে এখন অনেক কিছুই খেলে যাচ্ছে, এমন কিছু দেখাটা সত্যি রোমাঞ্চকর।’
ফাইনাল প্রসঙ্গে সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বলেন, ‘এই খেলোয়াড়দের দেখা, পুরো বিশ্বকাপজুড়ে পরিবারের ছোঁয়া পাওয়াটা অবিশ্বাস্য। আমরা এখন শেষ ম্যাচে খেলতে যাচ্ছি, যা আমরা চেয়েছিলাম।’প্রসঙ্গত, আগামী ১৮ ডিসেম্বর একই ভেন্যুতে ফ্রান্স-মরক্কোর মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারনী ম্যাচে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।