হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে পৌঁছে দিল ৯৯৯

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বুধবার ১৯শে মে ২০২১ ০৩:১৩ অপরাহ্ন
হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে পৌঁছে দিল ৯৯৯

৯৯৯ হেল্প লাইনের মাধ্যমে সিরাজুল ইসলাম (১২) নামের ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া এক শিশু শিক্ষার্থী খুজে পেয়েছে তার পরিবারকে। গতকাল রাত দশটার দিকে কালাপাড়া থানা পুলিশ ওই শিক্ষার্থীর পরিবারের কাছে তাকে হস্তান্তর করেন। 



পুলিশ জানায়, গত শনিবার এক ট্রাক চালক ঘুরতে যাওয়ার কথা বলে সিরাজুলকে ঝিনাইদাহ সদর উপজেলা থেকে কলাপাড়ার পাখিমারায় নিয়ে এসে ফেলে রেখে চালক পালিয়ে যায়। 



পরে কান্নাজড়িত কন্ঠে ওই শিক্ষার্থী বাজারে উদ্দেশ্যবিহীন ঘোরাফেরা করতে ছিল। এসময় স্থানীয়রা তাকে দেখে হেল্প লাইন ৯৯৯ এ কল দেয়। 



বিষয়টি কলাপাড়া থানা পুলিশকে অবহিত করা হলে তারা ওই শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে ঝিনাইদহ থানায় ফোন দিয়ে তার পরিচয় শনাক্ত করে। পরে তার পরিবারকে খবর দিয়ে শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করেন।



কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীকে উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। রাতে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।