সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে গৌরনদীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শনিবার ১৭ই জুন ২০২৩ ০৭:৪০ অপরাহ্ন
সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে গৌরনদীতে মানববন্ধন

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী সকল আসামিকে গ্রেপ্তারপূর্বক দ্রুত বিচারের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


শনিবার (১৭ জুন) বেলা এগারোটায় গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ স মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গৌরনদী উপজেলা শাখা।


গৌরনদী উপজেলার সাংবাদিকদের অংশগ্রহনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএমএসএফ’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।


সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া, বিএমএসএফ’র কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী আল-আমিন, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, বিএম বেল্লাল, বিএমএসএফ’র বাবুগঞ্জ উপজেলা সভাপতি উপেন চন্দ্র মন্ডল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা সভাপতি মোল্লা ফারুক হাসান, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আলী, সাংবাদিক আরিফিন রিয়াদ, প্রেমানন্দ ঘরামী, আতাউর রহমান চঞ্চল, কেএম সোহেব জুয়েল, কাজী রনি, বিনয় কৃষ্ণ শিয়ালী, মাজাহার হোসেন রুবেল প্রমুখ।


এসময় বক্তারা সাংবাদিক নাদিমের হত্যাকারী সকল আসামিকে গ্রেপ্তারপূর্বক দ্রুত বিচারের দাবি জানান।