কাউখালী প্রেসক্লাবের আয়োজনে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৩০শে জুন ২০২৩ ০৭:৩২ অপরাহ্ন
কাউখালী প্রেসক্লাবের আয়োজনে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

পিরোজপুরে ঐতিহ্যবাহী কাউখালী প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার সকালে (৩০ জুন) প্রেসক্লাব কার্যালয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। 


প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী থানার এস আই মোহাম্মদ সানি, এস আই জয়ন্ত কুমার, কাউখালী বার্তা সম্পাদক হাসান বাদল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রিপোর্টার্স ইউনিটি সভাপতি তারিকুল ইসলাম পান্নু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নুরুল হুদা বাবু, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, সাংবাদিক ওমর ফারুক, গাজী আনোয়ার হোসেন, সাইফুল্লাহ মনির, জহিরুল ইসলাম, মেহেদী হাসান নয়ন, আমিনুল ইসলাম।