টাঙ্গাইলের ভূঞাপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের "গোবিন্দাসী ক্যাডেট স্কুলে" দ্বীপ আই কেয়ার সেন্টারের উদ্যোগে এ সেবা প্রদান করা হয়।
মোট ১২০ রোগীকে চোখের চিকিৎসা এবং চোখ অপারেশনকৃত রোগীদের বিনামূল্যে চেকআপসহ সেবা প্রদান করা হয়। পরে ১০ জন রোগীকে স্বল্প খরচে চোখের ছানী অপারেশন ও লেন্স সংযোজন করার জন্য বাছাই করা হয়।
এ সময় ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর। আরও উপস্থিত ছিলেন দ্বীপ আই কেয়ার সেন্টারের মার্কেটিং অফিসার মোঃ আলম মিয়া, জিয়াউল হক, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক কোরবান আলী তালুকদার, জাহিদুল ইসলাম সহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।