যেসব মা সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অথবা করোনার টিকা নিয়েছেন তাদের মাতৃদুগ্ধ কোভিডের অ্যান্টিবডি উৎপন্ন হচ্ছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। যদিও সেই অ্যান্টিবডি শিশুদের করোনা থেকে রক্ষা করবে কিনা, তার প্রমাণ এখনও পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থার ওই গবেষণায় মোট ৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। তাদের ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। বাকি ৩০ জন টিকার দুটি ডোজই নিয়েছেন। গবেষণায় উভয় নমুনাতেই করোনার অ্যান্টিবডির উপস্থিতি মিলেছে।
তবে টিকা নেওয়া মায়েদের চেয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন এমন মায়েদের ক্ষেত্রে মাতৃদুগ্ধে অ্যান্টিবডির পরিমাণ বেশি পাওয়া গেছে। গবেষকদের দাবি, তবে উভয় প্রকার অ্যান্টিবডিই SARS-CoV-2 এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।
গবেষণায় বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হবার ওঠার পর মাতৃদুগ্ধে তিন মাস অ্যান্টিবডির জোরালো স্থায়িত্ব হয়। অপরদিকে ভ্যাকসিন নিয়েছেন এমন মায়েদের ক্ষেত্রেও পরবর্তী তিন মাস অ্যান্টিবডি থাকে, তবে সময়ের সাথে সাথে সেটি ধীরে ধীরে কমতে থাকতে।
যদিও অধিকাংশ গবেষকদেরই দাবি, আক্রান্ত বা টিকা নেওয়া মায়েদের মাতৃদুগ্ধ কখনই শিশুদের করোনার ভ্যাকসিনের বিকল্প হতে পারে না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।