টেকনাফে করোনা প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি রক্ষায় উপজেলা প্রশাসন সচেতনতামূলক অভিযান চালিয়েছে। এসময় ৭টি মামলার বিপরীতে ১ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেছে।
৪ এপ্রিল (রবিবার) সকালে টেকনাফ পৌর এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুরের নেতৃত্বে বিশেষ টিম অভিযান চালিয়ে করোনা প্রতিরোধে সচেতনতামূলক অভিযান চালায়।
এসময় প্রতিরোধ, নির্মুল ও নিয়ন্ত্রণ আইন ২০১৮ইং লঙ্গন করায় ৭টি মামলায় ১ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুর করোনা প্রতিরোধে জনসাধারণকে সর্তক ও সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।