হিজলায় যৌথ অভিযানে কারেন্ট জাল জব্দ, আটক-৪

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বুধবার ১৫ই মে ২০২৪ ০৮:০৭ অপরাহ্ন
হিজলায় যৌথ অভিযানে কারেন্ট জাল জব্দ, আটক-৪

বরিশালের হিজলায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি ৪ জনকে আটক করা হয়েছে।


 


বুধবার হিজলার কাউরিয়া বাজার ও বাহেরচর, লক্ষিপুরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা থানা পুলিশের সদস্যরা যৌথভাবে ওই অভিযান পরিচালনা করা হয়।


 


বুধবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।


 


তিনি জানান, অভিযানে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি ৪ জনকে আটক করা হয়।


 


পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে আটক ৪ জনকে ২২ হাজার টাকা জরিমান করা হয়। পাশাপাশি জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।


 


অভিযানে নৌ পুলিশ হিজলার এএসআই মোঃ রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্স সার্বিক সহযোগীতা করেন।


 


অপরদিকে মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও মুলাদী থানা পুলিশ এর অভিযানে ১ টি মশারী জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।