লোহাগাড়ায় করোনায় নতুন আক্রান্ত ১৪ জন
চট্টগ্রামের লোহাগাড়ায় নতুনভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে স্বাস্থ্যকর্মীসহ ১৪ জন।রোববার (১০ মে) দুপুরে চট্টগ্রাম বিআইটিআইডি ল্যাব থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জন।
জানা যায়, গত ৩ মে নমুনা নিয়ে চট্টগ্রামে বিআইটিআইডি ল্যাবে পাঠানো হয়। রোববার নমুনা পরীক্ষার রিপোর্টে ১৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
এদের মধ্যে স্বাস্থ্যকর্মী ৭ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ২ জন আমিরাবাদ ও চুনতি এলাকার। ১২জন স্বাস্থ্যকর্মী লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে।এদের মধ্যে একজন আমিরাবাদ ও অন্যজন চুনতি এলাকার।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বলেন, নমুনা পরীক্ষায় রোববারের রিপোর্টে ১২জন স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ আসে। তাদেরকে তাৎক্ষনিক স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।অপর দুইজনকেও আইসোলেশেন নিয়ে আসার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।