বাসাভাড়া দিতে না পারায় বিদ্যুৎ-পানি বন্ধ করলেন বাড়িওয়ালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ১৭ই মে ২০২০ ১২:১১ পূর্বাহ্ন
বাসাভাড়া  দিতে না পারায় বিদ্যুৎ-পানি বন্ধ করলেন বাড়িওয়ালা

করোনার এ দুর্যোগ মুহূর্তে বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল দিতে না পারায় এক অসহায় ভাড়াটিয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন বাড়িওয়ালা। বন্ধ করে দিয়েছেন পানি সরবরাহ ব্যবস্থা। এমতাবস্তায় শিশু সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন বিধবা নারী। শেষ পর্যন্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপে শনিবার (১৬ মে) বিকেলে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। কাল সকালে পানি সংযোগও স্বাভাবিক করে দেবেন বলে নিশ্চয়তা প্রদান করেছেন ভাড়াটিয়া।

হবিগঞ্জের শহরের চিড়াকান্দি বাগানবাড়ি এলাকার রঞ্জিত রায়ের বাড়িতে বাসা ভাড়া করে থাকতেন বিধবা চন্দনা রাণী পাল। বিভিন্ন বাসায় কাজ করে শিশুসন্তানকে নিয়ে কোনভাবে জীনবযাপন করতেন তিনি।

কিন্তু করোনার এ দুর্যোগ মুহূর্তে কর্মহীন হয়ে পড়েন চন্দনা পাল। যে কারণে নিয়মিত বাসাভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেননি তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করবেন বলে বাড়িওয়ালা মিনতি করে জানান চন্দনা। কিন্তু এতে রাজি হননি বাড়িওয়ালা রঞ্জিত। নিরীহ নারীকে বাসা ছাড়তে বারবার হুমকি দিতে থাকেন তিনি। সম্প্রতি ত্রাণ সহায়তা দিতে চন্দনা পালের বাসায় যান সামাজিক সংগঠন ‘হিউমিনিটি স্কোয়ার্ড’ এর সদস্যরা। সেখানে এ বিধবা নারীর করুণ অবস্থার কথা জানতে পারেন স্কোয়াডের সদস্য।

সংগঠনের সদস্য এসডিআর পিনাক বিষয়টি স্থানীয় একজন টেলিভিশন সাংবাদিককে জানান। পরে ওই সাংবাদিক জেলা প্রশাসক কামরুল হাসানকে বিষয়টি অবহিত করেন। জেলা প্রশাসক বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ উল্লার নির্দেশে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে শনিবার সন্ধ্যায় পুলিশ ওই বাসায় অভিযান চালায়। এ সময় বাড়ির মালিক পুলিশের সামনেই বিদ্যুৎ সংযোগ চালু করে দেন। আগামীকাল পানি সংগ্রহের ব্যবস্থাও চালু করে দেয়ার বিষয়ে পুলিশকে নিশ্চয়তা প্রদান করেন। এছাড়াও করোনাকালে ওই নারীর ভাড়া প্রদানের জন্য চাপ দেবেন না বলেও নিশ্চয়তা দেন বাড়ির মালিক।