সাভারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আব্দুর রহমান (৫২) নামের এক ব্যাংক কর্মকর্তা। তিনি অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ঋণ এবং অগ্রিম বিভাগে অফিসার পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সাভারের ফুলবাড়িয়ায় এলাকায়।শুক্রবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রহমান।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল আসেন আব্দুর রহমান। নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ১৪ জুন তাকে ভর্তি করা হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। পরবর্তীতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।