আজ সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১লা জানুয়ারী ২০২০ ১০:১৪ পূর্বাহ্ন
আজ সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস

আজ ১ জানুয়ারি ‘সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস’। ১৯৭৩ সালের আজকের এই দিনে ভিয়েতনামের মুক্তিকামী জনতার ওপর সাম্রাজ্যবাদী মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভিয়েতনাম সংহতি মিছিলে পুলিশের গুলিবর্ষণের ঘটনায় স্বাধীন বাংলাদেশে প্রথম রক্তে রঞ্জিত হয় রাজপথ। সেখানে শহীদ হন ছাত্রনেতা মতিউল ইসলাম ও মীর্জা কাদের।

সেদিনের সেই শহীদদের স্মরণে ১ জানুয়ারি সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস ও শহীদ মতিউল-কাদের দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও প্রগতিশীল গণসংগঠনগুলো। এ উপলক্ষে আজ মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত শিক্ষা ভবনের সামনে কদম ফোয়ারা মোড়ে সাম্রাজ্যবাদবিরোধী সংহতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। এ ছাড়া পৃথক আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর