জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষকের বসতঘরে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: বুধবার ২৬শে ফেব্রুয়ারি ২০২০ ০৫:১০ অপরাহ্ন
জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষকের বসতঘরে অগ্নিসংযোগ

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে মোঃ সালাম কাজী নামের এক অসহায় কৃষকের বসতঘরে রাতের আধাঁরে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করেছেন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার রমজানপুর এলাকার দক্ষিন রমজানপুর গ্রামের কৃষক সালাম কাজীর সঙ্গে একই এলাকার দুলাল হাওলাদারের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। এর জের ধরে দুলাল হাওলাদার রাতের আধাঁরে সালাম কাজীর বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে করে সালাম কাজীর বসতঘরটি মুহুর্তের মধ্যে পুরে ছাই হয়ে যায়। অপরদিকে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে দুলাল হাওলাদারকে ধাওয়া করে। পরে এ বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন শালিশের মাধ্যমে দুলাল হাওলাদারকে ঘর পোড়ানোর দায়ে তাৎক্ষনিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা ঘোষনা করেন।

ভুক্তভোগী সালাম কাজী বলেন, আমার বসতঘরে অগ্নিসংযোগকালে দুলালকে স্থানীয় লোকজন ধাওয়া করে তাকে ধরার জন্য। এসময় সে ছিটকে পালিয়ে যায়। আমাকে স্থানীয় লোকজন থানায় মামলা করতে বারন করেছে বিধায় আমি এখন পর্যন্ত মামলা করিনি। আমি টাকা চাইনা দুলালের দৃষ্টান্তমুলক বিচার চাই।

তবে এবিষয় জানতে চাইলে অভিযুক্ত দুলাল হাওলাদার ঘটনা অস্বীকার করেন। রমজানপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী বলেন, আমি শুনেছি এ ঘটনা মিমাংশা হয়েছে। এ ব্যাপারে কালকিনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, এ বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ইনিউজ ৭১/এম.আর