টিম চৌরঙ্গীর বিনামূল্যে আহার ও চিকিৎসা ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৫ই এপ্রিল ২০২০ ০৯:২৯ অপরাহ্ন
টিম চৌরঙ্গীর বিনামূল্যে আহার ও চিকিৎসা ত্রাণ বিতরণ

টিম চৌরঙ্গী এখন মানবতার পুত্রদের নাম। অনাহার ও বীনা চিকিৎসায় থাকবে না আমার প্রতিবেশী এই শ্লোগানে  অনুপ্রেরণীত হয়ে প্রতিবেশীদের দ্বারে দ্বারে খাবার আর ঔষধ পৌঁছে দিচ্ছে টিম চৌরঙ্গী। ১৫-০৪-২০২০ তারিখে  বিতরণ হয়েছে ১০০ টি সর্বোমোট বিতরন সম্পন্ন হয়েছে ৩৭৮ টি।  আজকের ১০০ টি ত্রান সামগ্রী বিতরণ তালিকা 

ফকির পাড়া ভালুকা

১. কামাল
২. জামাল
৩. হেলাল
৪. কাবিলের মা
৫. বারিক
৬. তোফাজ্জল
৭. আরিফুলে চাচী
৮. ওয়াহেদ
৯. খালেক
১০. রাজ্জাক
১১. ওহাব
১২. সোহরাব উদ্দিন 
১৩. রহিমের মা

ভালুকা, বল্লভপুর

১৪. কালাম
১৫. র‌ইচের স্ত্রী
১৬. শরীফ
১৭. স্বপনের মা
১৮. মান্নানের স্ত্রী
১৯. আনোয়ার
২০. বিল্লাল
২১. মনিরুল (পান)
২২. আমির
২৩. কালাম ভ্যান
২৪. মিন্টু
২৫. সাইফুলের বাবা(আমতলা)

যোত ভালুকা 

১) বিল্লাল হোসেন 
২) শিমুল 
৩) মহম্মদ আলী 
৪) সালাম
৫) আফিল উদ্দিন 
৬) আকমল 
৭) জহুরুল 
৮) আরিফ 
৯) তারিখ 
১০) কুরবানের বৌ
১১) আফজাল 
১২) আয়ুব
১৩) পোল্লাহাদ
১৪) নিফিলের বৌ
১৫) আফরোজা
১৬) শফিকুল। 

 চৌরঙ্গী তদন্ত কেন্দ্রে 

১) ফরমান
২) রান্নার খালা আইসি চৌরঙ্গ

শেখপাড়া
১) ফাহিম সেলুন দোকান

গ্রুপ নেতা বনি আমিন এর টিম বেড়মানিক গ্রামের বিভিন্ন এলাকায় বিতরণ। 

বেড়মানিক মাঠপাড়া

১) চাঁদ আলী মোল্লার স্ত্রী
২) আরিফুল ইসলাম 
৩) মকসেদ আলী 
৪) হেলাল উদ্দিন 
৫) ফারুক 
৬) নিজাম উদ্দিন 
৭) চান্নুর মা
৮) আব্দুর রাজ্জাক 
৯) মিজানুর রহমান 
১০) হামিদুর
১১) এতেম আলী 
১২) রবিউলের নানী

বেড়মানিক মসজিদ পাড়া

১) মোহাম্মদ আলী 
২) নুরী
৩) রেকর্ড মোল্লা 
৪) জিয়া 
৫) কুলফি
৬) ছমির 
৭) ঘুমো
৮) ভিনভিনে
৯) শাজাহান 
১০) ঝন্টু
১১) হেকমত
১২) আলোর নানী
১৩) ইউসুফ 
১৪) নোকাই
১৫) কশিয়া
১৬) ঝরু
১৭) সুজনের ফুপু
১৮) হুরমতে
১৯) ময়নদ্দিন 
২০) চয়েনউদ্দিন
২১) ইসলামের মা
২২) জাফর 
২৩) মনিরুল 
২৪) কাসেম 
২৫) উল্লাহ
২৬) ঝন্টু 
২৭) সিদ্দিক 
২৮) আপিলের বৌ

বেড়মানিক বড়বাড়ি এলাকা

১) বিল্লাল
২) ইব্রাহিম এর মা
৩) খোকনের মা 
৪) বাবু
৫) মোল্লার বৌ
৬) আতিকের মা
৭) চান্নুর মা
৮) শরিফুল
৯) সদ্দার
১০) মমিনের বৌ
১১) মতিয়ার
১২) বজা
১৩) বাপ্পি
১৪) বছিরের মা
১৫) পলাশের দাদা
১৬) সুমনের মা।

আজকে ত্রানসামগ্রী বিতরণ করতে ফ্রেন্ডস -৯৩ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান  জিকু,জাহাঙ্গীর, মীম, নয়ন, ফাহাদ কাজী, তোহা, রবিউল, কাইয়ুম, নজরুল ফকির , আজাদ মাস্টার ও বেড়মানিক অঞ্চলে মো. রেজাউল করিম,  মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত সচিব মো. মকবুল হোসেন এর নির্দেশনায় সেখ রাসেলের সার্বিক ব্যবস্থাপনায় ত্রান সামগ্রী বিতরণ করছে টিম চৌরঙ্গী।  টিম চৌরঙ্গীর এই কার্যক্রমে চৌরঙ্গীর বিভিন্ন চাকরিজীবী মানুষ তাদের সামান্য সাহায্য দিয়ে একটা ফান্ড গঠন করেছে, সেই ফান্ড হতে পরিচালিত হচ্ছে এই কার্যক্রম। যা চলবে ঈদের সময় পর্যন্ত।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব