সিঙ্গাপুর থেকে ফিরলেন ১৮৫ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২২শে এপ্রিল ২০২০ ০৬:৫২ অপরাহ্ন
সিঙ্গাপুর থেকে ফিরলেন ১৮৫ জন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসজনিত সংকটময় পরিস্থিতিতে সিঙ্গাপুর থেকে বিশেষ ফ্লাইটে ১৮৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার দুপুর সোয়া ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, দুপুর ২টা ১০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঢাকা থেকে ৯৮ জনকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব