হিজলায় মহিলা আওয়ামীলীগের উদ্যোগে শাহান আরা আবদুল্লাহর স্মরণে দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৩ই জুন ২০২০ ১১:৪১ অপরাহ্ন
হিজলায় মহিলা আওয়ামীলীগের উদ্যোগে শাহান আরা আবদুল্লাহর স্মরণে দোয়া ও মিলাদ

বরিশালের হিজলা উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ও হিজলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগমের সভাপতিত্বে প্রয়াত শাহান আরা আবদুল্লাহর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি'র স্ত্রী এবং বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রয়াত মাতা বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহান আরা আবদুল্লাহর অকাল মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে।

১৩ জুন শনিবার বিকেলে হিজলা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, হিজলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।