কালকিনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: শনিবার ২৬শে মার্চ ২০২২ ০২:৪৯ অপরাহ্ন
কালকিনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

উৎসব মূখর পরিবেশের মধ্যেদিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ চত্বরে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।


এদিকে ডিসপ্লে প্রদর্শন শেষে কলেজ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, পৌর মেয়র এসএম হানিফ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ হাসানুল সিরাজী,


উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক, ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান, কালকিনি থানার ওসি তদন্ত মোঃ নাসিরউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান প্রমুখ।