ভূঞাপুরে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই এপ্রিল ২০২২ ০৩:১৩ অপরাহ্ন
ভূঞাপুরে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় । 


এ মঙ্গল শোভাযাত্রায় টাঙ্গাইল- (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম ,উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান,


পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ,সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, সমাজসেবা অফিসার মোঃ শহিদুজ্জামান মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক/শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহন করে।