ভূঞাপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসগৃহ নির্মাণের জন্য প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: সোমবার ২৫শে এপ্রিল ২০২২ ১২:১২ অপরাহ্ন
ভূঞাপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসগৃহ নির্মাণের জন্য প্রেস ব্রিফিং

টাঙ্গাইলের ভূঞাপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর নির্মাণের জন্য প্রেস ব্রিফিং করা হয়েছে। রোববার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম।


তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসগৃহ  নির্মানের জন্য এই প্রেস ব্রিফিং করা হয়। সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদ বাস্তবায়নে ও মুজিব শতবর্ষে এ দেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা এই প্রতিশ্রুতি নিয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব তত্বাবধানে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন  মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে ২৬ এপ্রিল মঙ্গলবার ১১টায় ৩য় পর্যায়ের উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও  কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করবেন।


উল্লেখ্য যে, এই পর্যায়ে ১৫ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে এই ঘর হস্তান্তর করা হবে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম,ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, সাংবাদিক আতোয়ার রহমান মিন্টু, সাংবাদিক মিজানুর রহমান,হাদী চকদার প্রমুখ।