চট্টগ্রামে সুতা কারখানায় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ২৫শে এপ্রিল ২০২২ ০২:১৭ অপরাহ্ন
চট্টগ্রামে সুতা কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে পটিয়ার কালারপোল এলাকার রিজেন্ট স্পিনিং মিল লিমিটেড নামে সুতা তৈরির কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।


আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি গাড়ি প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।