লালপুরে বিএনপির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে এপ্রিল ২০২২ ০৮:৫২ অপরাহ্ন
লালপুরে বিএনপির ইফতার মাহফিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল করেছে বিএনপি, যুবদলও তার সহযোগী অঙ্গ সংগঠন।


বৃহস্পতিবার (২১ এপ্রিল) ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের আয়োজনে ওয়ালিয়া পশ্চিম পাড়া গ্রামে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু। 


বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, সদস্য প্রভাষক জয়নাল আবেদীনপ্রমুখ। 


এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।