ভূরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ৪ঠা জুন ২০২২ ০৯:০৩ অপরাহ্ন
ভূরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম সীমান্তের নো-ম্যান্সল্যান্ড থেকে কামাল হোসেন নামের এক বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফ'র (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) বিরুদ্ধে। 


কামাল হোসেন ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে। 


এলাকাবাসী ও গোয়েন্দা সংস্থার তথ্য সূত্রে জানাগেছে, শনিবার দুপুরে কুড়িগ্রাম-২২ বিজিবির আওতাধীন ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম বিজিবি ক্যাম্প এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৭-এর সাব পিলার ৭-এর নো-ম্যান্সল্যান্ড থেকে কামাল হোসেনকে ধরে নিয়ে যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা থানার ১২৯ দিঘলটারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা।


তিনি নো-ম্যান্সল্যান্ডের নিকট বাংলাদেশের অভ্যন্তরের একটি বাড়ী থেকে ধান কিনে নিয়ে সেই ধানের বস্তাসহ আসার সময় নোম্যান্সল্যান্ড থেকে তাকে আটক করে বিএসএফের একটি টহল দল। তিনি বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।


কুড়িগ্রাম-২২ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোস্তাকিমের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।