গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের রওশন মোল্লার ছেলে মফিজ মোল্লা (২২) ও একই এলাকার রায়দুল মোল্লার ছেলে মারুফ মোল্লা (১৮)।বুধবার (২৭ জুলাই) দিনগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আহতের নাম-পরিচয় জানা যায়নি।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, রাতে মোটরসাইকেলে করে তিন যুবক কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে গোপালপুর বাসস্ট্যান্ডে এলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন যুবক গুরুতর আহত হন।
তিনি আরও জানান, পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মফিজ মোল্লা ও মারুফ মোল্লাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।