হিলিতে অতিরিক্ত দামে ইউরিয়া সার বিক্রয় করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ৩রা আগস্ট ২০২২ ১০:২৬ পূর্বাহ্ন
হিলিতে অতিরিক্ত দামে ইউরিয়া সার বিক্রয় করায় জরিমানা

দিনাজপুরের হাকিমপুর হিলিতে চলতি আমন মৌসুমে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যর চেয়ে অতিরিক্ত দামে ইউরিয়া সার বিক্রয় করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে (৭০০০০) সত্তর হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 


মঙ্গলবার (২ আগষ্ট) বিকেলে উপজেলার বিভিন্ন সারের ডিলারের বিক্রয়স্হল ও গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব জরিমানা করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম। 


বিষয়টি সন্ধ্যায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, চলতি আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যর চেয়ে অতিরিক্ত দামে ইউরিয়া সার বিক্রয় করছে এমন অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে উপজেলার বিভিন্ন সারের ডিলারের বিক্রয়স্হল ও গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।


এসময় সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেস্টা করায় ও ক্রয়কৃত পণ্যের মুল ভাউচার সংরক্ষণ না করায় উপজেলার আলিহাট ইউনিয়ন এর হরিহরপুর বাজারে সার বিক্রেতা মিজানুর রহমান মিজানকে (১০০০০) দশ হাজার টাকা, বোয়ালদাড় ইউনিয়নের বিশাপাড়া বাজারে সার বিক্রেতা ইলিয়াস হোসেনকে (১০০০০) দশ হাজার টাকা ও হিলি পৌরসভার জোয়ার্দার ট্রেডার্স স্বত্বাধিকারী মোজাম্মেল হক জোয়ার্দারকে (৫০০০০) পঞ্চাশ হাজার টাকা মোট তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০০০০/- সত্তর হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনসার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।